মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে দহিসারা গ্রামের ঘটেছে এমন ঘটনা।দহিসারা গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে নুর মোহাম্মদ মুন্সী ও তার সুমুন্দি ফিরোজ মোল্লার সাথে।৯ বছর যাবৎ জবর দখলের হাত থেকে স্হানীয় শালিস বর্গ কামাল মাতুব্বর, সাহিদ মাতুব্বর এর নেতৃত্বে ফিরোজ মোল্লার জবর দখলের হাত থেকে নুর মোহাম্মদ মুন্সীকে দখল বুঝিয়ে দেয়।দখল বুঝিয়ে দেওয়ার পরে জমি নিয়ে চলে নাটকীয় কান্ড।জমি কৌশলে মরকেচ – বরগা দেওয়া হয় এবং জমির মালিক কে বরগা ভাগ না দিয়ে জমির ফসল পাট কেটে ও পেঁয়াজ উঠিয়ে নিয়ে যায়।শালিস পক্ষ বিএনপি নেতা সাইফুর রহমান মুকুল এর মাধ্যমে বরগা দখলদারদের দখল মুক্ত হয় এবং জমিতে এবছর নুর মোহাম্মদ মুন্সী পাট বুনিয়ে তার মধ্যে ধান বপন করে। বরগা দখলদার শালিস পক্ষ কামাল মাতুব্বর এর হুকুমে সাহিদ মাতুব্বর পাট ও ধান কেটে নিয়ে যায় বলে জমির মালিক নুর মোহাম্মদ মুন্সী থানায় অভিযোগ করেন।এর আগে কামাল মাতুব্বর ও সাহিদ মাতুব্বর ৩ লাখ টাকার চাদা দাবি করায় আদালতে মামলা করেন নুর মোহাম্মদ মুন্সী।নুর মোহাম্মদ মুন্সী বলেন আমার কেনা দলিলকৃত মিউটেশন করা জমি জোর করে দখল করে রাখে আমার সুমুন্দি ফিরোজ মোল্লা। ৯ বছর পর জমি কামাল মাতুব্বর এর নেতৃত্বে দখল বুঝিয়ে দেয় এবং তারাই জমি বরগা মরকেচ দেয়।কিন্তু ফসলের কোন ভাগ আমাকে দেয়না।পরে বিএনপি নেতা মুকুল এর মাধ্যমে আমার জমি বরগাকারিরা ছেড়ে দেয়।আমি জমিতে পাট বুনিয়ে তার মধ্যে ধান বপন করি।তারা আমার জমি থেকে পাট ও ধান কেটে নিয়ে গেছে। এছাড়া ফল রক্ষা করার কথা বলে বিএনপি নেতা কামাল মাতুব্বর দেড় লাখ টাকা নেয়।এখন কামাল মাতুব্বর ও সাহিদ মাতুব্বর আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে।সাহিদ মাতুব্বর এলাকায় চাঁদাবাজি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।কামাল মাতুব্বর বলেন “আমরা শালিস বর্গ ফিরোজ মোল্লার নিকট থেকে নুর মোহাম্মদ মুন্সী কে দখল বুঝিয়ে দেই।তার জমির পাট, ধান কে কাটছে জানিনা।সে আমার নামে মিথ্যা মামলা করেছে।মিথ্যা মামলা করায় আমি সংবাদ সম্মেলন করছি।জমির কাগজপত্র থাকতেও জোরপূর্বক জমি পাট,ধান কেটে নেওয়ায় আদালতে দৌড়ঝাঁপ করছে নুর মোহাম্মদ মুন্সী।স্হানীয় লোকজন অনেকে বলেন জমির মুল মালিক নুর মোহাম্মদ মুন্সী। কিন্তু তার জমিতে সে যেতে পারছেনা স্হানীয় প্রভাবশালীদের ভয়ে।











মন্তব্য