মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় এম এ শাকুর মহিলা কলেজ এর নবীণ বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এম এ শাকুর মহিলা কলেজ হলরুমে নবীন বরণ অনুষ্ঠানে ইংলিশ প্রভাষক কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ শাকুর মহিলা কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম,এম এ শাকুর মহিলা কলেজ এর অধ্যক্ষ সুপ্রিয় দত্ত,মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব তালুকদার , সাবেক ইউপি চেয়ারম্যান তারা মিয়া, মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহরাব হোসেন, এনায়েত মাস্টার,বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন সহ অত্র কলেজ এর শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয় কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা। নগরকান্দা উপজেলায় এরকমাত্র মহিলা কলেজ এম এ শাকুর মহিলা কলেজ। এম এ শাকুর মহিলা কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ড.মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন” এবছর থেকে শিক্ষার্থীদের স্কলারশিপ চালু হবে,যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ বাড়বে”।এছাড়া কলেজ এর সকল শিক্ষার্থীদের আনন্দ বিনোদনের ব্যবস্হা সহ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য গাড়ী ব্যবস্হা রয়েছে।
মন্তব্য