মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর
শুনেছিলাম দাদা ও দাদির কাছে গল্প
পড়েছিলাম অল্প বইয়ে যুদ্ধের ইতিহাস
একাত্তরে নয় মাস পরে স্বাধীন হয়েছিলো
আমাদের এই জন্মভূমি সোনার বাংলাদেশ।
তবে শাসকের কাছে ইচ্ছে করে জানতে আজ কেনো আমাদের দেশের রাজপথে
রক্তে রন্জিত চারিদিকে রক্তের সমাবেশ
রাজপথে কেনো রক্তের নদী এঁকেবেঁকে।
কোমলমতি আগামীর স্বপ্ন ভবিষ্যতে
শিক্ষার্থীদের বুকফাটা আর্তচিৎকারে
অবশেষে জমিনে উঠছে বাতাস কেঁপে
ধৈর্যের সঙ্গে মোকাবিলার তৌফিক দাও।
বোনেরা কেন ভাই হারাচ্ছে চাই জবাব
মা হারাচ্ছে কেন বুকের শ্রেষ্ঠ ধন সন্তান
পরিবারে মা বাবা হারাচ্ছেন তার সন্তান
আসলে এটাই কি ছিলো স্বাধীনতার দান।
মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না
সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে গেলে জ’ঙ্গী
যদি চাও অধিকার বানিয়ে দিবো রাজাকার তুমি কে আমি কে আমরা সবাই বাঙালি।
রাজাকার রাজাকার চাইলে অধিকার বানিয়ে দেয়এই দেশেই নবীন রাজাকার
স্বাধীতার পরে হোক লড়াই আরেক বার
ধ্বংস হোক সোনার বাংলায় স্বৈরাচার ।
মন্তব্য