প্রদীপ্ত রণন, বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ জনাব শামসুল হক চৌধুরী বলেছেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময় দেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এবং এমন একটি সামাজিক সম্প্রীতি রক্ষার চেষ্টা করে যাচ্ছে , যেখানে একজন আরেক জনের অধিকার ক্ষুন্ন করবেনা এবং সব মানুষ সমান অধিকার উপভোগ করবে। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রমে সনাতনী ভাই বোনদের সাথে এক মত বিনিময় সভায় হুইপ এ কথা বলেন । হুইপ আরো বলেন , আমরা আমাদের বীর পটিয়াকে এগিয়ে নিতে হিন্দু , মুসলিম, বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে পারি । হাবিলাসদ্বীপ ইউনিয়ন সনাতনী সমাজ এর আহ্বায়ক শ্রী মৃদুল কান্তি নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন শ্রী শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ , বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফৌজুল কবির কুমার , শ্রী অশোক কুমার চৌধুরী , ডা: পঞ্চানন চক্রবর্তী , প্রকৌশলী রাজীব দাশ, দেবাশীষ দত্ত প্রণব, ত্রিদিব দত্ত শিমুল, অলক দত্ত প্রমুখ ।
মন্তব্য