আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> আমার উপজেলা, আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত” এ স্লোগানে উজ্জীবিত হয়ে দেশের মধ্যে এই প্রথম নীলফামারীর কিশোরগঞ্জে নতুন ইতিহাস গড়লেন শিশু কল্যাণে ৬টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ও পুরো উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার মধ্য দিয়ে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। এ নিয়ে মঙ্গলবার(১২আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও প্রীতম সাহা এ ঘোষণা দেন। অনুষ্ঠানের প্রারাম্ভে অকল্যাণ থেকে শিশুর কল্যাণময় জীবন কামনায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, রংপুর-ময়মনসিংহ ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জাকারিয়া গমেজ, জেলা সিনিয়র ম্যানেজার (এসিও) অনুকূল চন্দ্র বর্মন।এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা শাখার রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন,এপি ম্যানেজার সাগর ডি’ কস্তাসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের সদস্য প্রমুখ। এ সময় ওয়ার্ল্ড ভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের মধ্যে শিশু কল্যাণে এমন কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং তা অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে কর্মবীর ও মানবপ্রেমী ইউএনও বলেন, শুধু বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলাই নয়, ক্ষুধা- দারিদ্র ও অপুষ্টি, প্লাস্টিক দূষণ, স্কুল থেকে ঝরে পড়া, মাদক, থাইজুয়া- ক্যাসিনোসহ এসব সামাজিক ব্যাধি রোধ করার পাশাপাশি গ্রিন ও ক্লিন কিশোরগঞ্জ গঠনের মাধ্যমে এ উপজেলাকে একটি বাসযোগ্য উপজেলা গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যা এর মাধ্যমে এ উপজেলা হবে দেশের সর্বশ্রেষ্ঠ মডেল উপজেলা। পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গ বাল্যবিবাহ ও শিশুশ্রমকে “না বলি’ হাত উচিয়ে শপথ বাক্য পাঠ করেন। জানা গেছে, দীর্ঘদিন বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে মাঠ পর্যায়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করা হয়। তা এক যুগান্তকারী বাস্তবায়নের মাধ্যমে উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
মন্তব্য