মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা>>> শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সনাতন ধর্মাবলম্বীরা।শনিবার (১৬ আগস্ট) দুপুরে দেবীদ্বার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দেবীদ্বার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও পরে এক আনন্দ শোভাযাত্রা বের করে শ্রী কৃষ্ণের ভক্তরা।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কুমার দে এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদের দেবীদ্বার উপজেলা সভাপতি শ্রী অনিল চক্রবর্তী, কুমিল্লা উঃ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব স্বপন কুমার ধর, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা, কুমিল্লা উঃ জেলা পূঁজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক পরিমল দত্ত, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিকাশ সরকার, কোষাধ্যক্ষ শংকর সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি সজিব ঘোষ প্রমুখ।শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি দেবীদ্বার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির থেকে শুরু করে দেবীদ্বার উপজেলার প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় শ্রী কৃষ্ণের শত শত ভক্তদের মাঝে অনেক আনন্দ উল্লাস দেখা গেছে।
মন্তব্য