সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর টু কানাইঘাট উপজেলার আঞ্চলিক সংযোগ সড়ক দরবস্ত টু কানাইঘাট রাস্তা। দীর্ঘদিন যাবত দরবস্ত থেকে চতুলবাজার অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সেইসাথে
জনদূর্ভোগ আর ধুলা বালিতে অতিষ্ট এলাকাবাসী।একদিকে ভাঙ্গা রাস্তা অন্যদিকে ধুলোবালি এ নিয়ে চলছে যাত্রীসাধারণ ও পথচারীসহ স্কুল, কলেজ,মাদ্রাসাগামী শিক্ষার্থী।খবর নিয়ে জানা যায় ২০ কিলোমিটার রাস্তার ১২ কিলোমিটার কাজ শুরু করে ঠিকাদার জাহিদ ইকবাল নামক একটি প্রতিষ্টান।তারা কানাইঘাট উপজেলা অংশে কাজ করে যাচ্ছে গত কয়েক মাস যাবত।এখানে জৈন্তাপুর উপজেলার ৭ কিলোমিটার রাস্তা চতুল টু দরবস্ত অংশ রেখে কানাইঘাট উপজেলা অংশে কাজ করা হচ্ছে ।এতে করে ক্ষতবিক্ষত রাস্তা আর ধুলাবালি নিয়ে চলাচল করছে জৈন্তাপুর উপজেলার সাধারন মানুষ।এ ব্যাপার সড়ক ও জনপদ বিভাগ সিলেটের অফিসে যোগাযোগ করলে জানা যায় চতুল দরবস্ত অংশে চলতি বছরে কোন বরাদ্ধ হয়নি এবং আসন্ন বর্ষার আগে কাজ না হওয়ার সম্ভাবনা বেশি।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন দরবস্ত টু কানাইঘাট সড়ক সংস্কারের ব্যাপারে জেলা মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে এবং অচিরেই জনদূর্ভোগ লাগব হবে বলে তিনি জানান।
মন্তব্য