মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ১৮ জুন ২০২৪ খ্রিঃ
বর্ষার ঝড়ে দমকা হাওয়ায়
বৃষ্টির শব্দে তোমাকে পড়ে মনে
ছাতা মাথায় নিয়ে বাহিরে যাইরে
কাঁদাময় রাস্তায় প্রানটা যায় রে।
পানিতে ভরপুর স্রোত ঘাগট নদীতে
ডুবছে খালবিল ভাঙছে রাস্তার দুই ধার
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা পোকা বেড়াচ্ছে ভাসিয়ে।
গ্রাম শহরে নগরে পরিবেশ দুষিত হচ্ছে আমাদের অসচেতনতার ফলে এসব সৃষ্টি বৃষ্টির জলে অন্ধকারে বসতভিটা ঘরবাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন সবকিছু গেলো তলিয়ে।
ধরছি এবার মেঘের পায় বৃষ্টি না আসিস আমার গায়ে এ-ই ফরিয়াদ বারবার করছি বৃষ্টিতে বৃদ্ধ শিশুদের মনে লাগে অশান্তি দমকা হাওয়ায় আসলো নেমে বৃষ্টি।











মন্তব্য