নিজস্ব প্রতিবেদক:-
————————————————
অদ্য ১১ মে ২০২৩ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচের কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম। পুলিশ সুপার মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে উল্লেখপূর্বক প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ মাইনউদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য