মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তুমি বলেছিলে তুমি বৃষ্টি ভালোবাসো
আমার কথা ভেবে বৃষ্টিতে ভিজতে
বৃষ্টির পানির শব্দে আমায় খুঁজতে
আমার দেয়া সেই ছাতা নিয়ে হাঁটতে।
তুমি বলেছিলে তুমি সূর্য ভালোবাসো
সেই সূর্যের ঝলমলে রোদ্দুরে ঘামতে
আমার সাথে দেখা করবে বলে আসতে
রৌদ্র দুপুরে তুমি আমাকে ছায়ায় খুঁজতে।
তুমি বলেছিলে তুমি বাতাস ভালোবাসো
সেই বাতাসের প্রবাহে আমার ঘ্রাণ খুঁজতে
আমি আসলে তুমি জানালা বন্ধ করে দিতে
তোমার মনে কিসের এতো হারানোর ভয়।
মন্তব্য