মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ১১ মে ২০২৩ খ্রি
তুমি আমাকে এত কষ্ট দিওনা
আমি তো সহজে সইতে পারবো না
তুমি আমাকে কোন দুঃখ দিও না
আমি দুঃখের বোঝা বইতে পারবো না ।
আমাকে অতটা বেশী ভালোবাসো না
যাতে আমার অন্তর ডুবিয়ে যায়
একটু কম ভালোবাসো পাশে থেকো
যেন অন্তর আমার নিঃশ্বাস নিতে পারে।
আমাকে তোমার চোখের মায়াজালে অপেক্ষার প্রহরে আটকে রাখিও না
বর্ষায় যেমন পদ্মা ফুলে ফেঁপে উঠে
উত্তাল তরঙ্গে ঝরে দুকুল ভাসায়।
তেমনি আমার সম্পর্কের নৌকা খানি
হৃদয়ের ভাসান চরে আটকে না যায়
এসো আমার বুকের সবুজ জমিতে
শষ্য ফলাও অতটা দেরি করিওনা।
হৃদয় ভাসান চরে ফসল তুলবো ঘরে
ঝড় তুফান বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে
মনে রেখো পদ্মার পানিতে ডুবে না যায়
তুমি দ্রুত চলো আসো অপেক্ষায় আছি।











মন্তব্য