মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
তোমাকে অনেক ভালোবেসে ছিলাম
তুমি কখনো সেই ভালোবাসার ভাষা
মনের আত্মবিশ্বাসে বুঝতে চাওনি
বুঝবে কি করে মনে তো রাখোনি।
তুমি তো আমাকে ভালোবাসোনি
তুমি শুধু ধন সম্পদ রুপ সৌন্দর্য
ক্ষমতা এবং স্বার্থকে ভালোবাসো
ভালোবাসতে গেলে সুন্দর মন লাগে।
তোমার কাছে কখনও মনেই ছিল না
আর তুমি আমাকে শুধু পাগল ভাবতে
তুমি আমার ভালোবাসা বুঝলে না
এজন্য তুমি আমাকে হারিয়ে ফেললে।
আমি তোমাকে ভিশন ভালোবাসি
এজনমে তোমাকে নাই বা পেলাম
তবে ঐ জনমে তোমাকে খুজে নিবো
হৃদয়ে ধারণ করে বুকে নিবো টেনে
তুমি আমার ভালোবাসার বাতিঘর।
মন্তব্য