১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাঘায় পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন তানোরে বিলে পানি আছে, মাছ নেই: মানবেতর জীবন যাপন মৎস্যজীবীদের দুই বছরে দারিদ্র্য বেড়েছে ৯ শতাংশ: পিপিআরসি সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের নারীদের নিয়ে সমাবেশ গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জরুরি চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। এবি পার্টি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান চট্টগ্রাম নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম’র যোগদান নিখোঁজের ৩ দিন পর পানিতে মিলল বৃদ্ধের লাশ।
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • তাহিরপুরে পেন্সিল ব্যাটারী আকৃতি বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণ,আহত ৩
  • তাহিরপুরে পেন্সিল ব্যাটারী আকৃতি বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণ,আহত ৩

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    তাহিরপুর প্রতিনিধি>>> সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুরে বাজারে পেন্সিল ব্যাটারী আকৃতি বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে তিন জন গুরুত্বতর আহত হয়েছে।আহতদের উদ্ধার করে দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার(১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঘটনাটি ঘটে।আহতরা হলেন,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মানুষ জয়নাল হোসেনের ছেলে ম্যাকানিক আনোয়ার হোসেন(২০),একেই গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে নুরুল হুদা (৩২) ও তার ভাই আনিছ মিয়া(২৭)।এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন।স্থানীয় এলাকাবাসীর বরাদ দিয়ে পুলিশ জানান,শ্রীপুর গ্রামের বর্তমান মেম্বার আবুল কালামের ছোট ভাই সাজু মিয়া(৩৮)নামে এক যুবক সন্ধ্যা ৭ টার দিকে একটি পাথর ভাঙার ছোট আকৃতির একটি পেন্সিল ব্যাটারীর মত একটি বস্তু পায়।পরে সে এটিকে নিয়ে প্রথমে মেকানিক রতনের দোকানে নিয়ে যায়।রতন কাজে ব্যস্থ থাকায় পরে নিয়ে আসে মেকানিক আনোয়ার হোসেন(২০) এর দোকানে। তিনি এই বস্তুটি চিনতে না পেরে এটাকে চেক করতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণ হলে আনোয়ার,নুরুল হুদা তার ভাই আনিছ মিয়া গুরুত্বতর আহত হয়।এসময় শব্দ শুনে বাজারের লোকজন জড়ো হয়ে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন গুরুত্বতর আহত আনোয়ার হোসেন,নুরুল হুদাকে তার ন’য়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আর আনিছ মিয়া(২৭)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তার কানে শুনতে পারছে না।ঘটনার খবর পেয়ে তাহিরপুর সার্কেল নাসিম উদ্দিন ও ওসি নাজিম উদ্দীন হাসপাতালে আসেন।গুরুত্বতর আহত আনোয়ার জানান,আমি বুজতে পারেনি এই পেন্সিলেমত বস্তুটিকে।এটিকে মিটার দিয়ে চেক করতে গেলেই বিস্ফোরণ। পেন্সিল ব্যাটারী মত দেখতে বস্তুুটিতে দুটি তারও ছিল।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান,পাথর ভাঙার জন্য ব্যবহার করা ছোট পেন্সিল ব্যাটারী আকৃতি বোমা দূর্ঘটনা বসত বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা খোঁজ নিয়েছি।এরপরও আমরা তদন্ত করছি।যদি নাশকতার পরিকল্পনায় হয়ে থাকে তদন্তে পাই তাহলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page