সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সড়ক মহাসড়কে চলাচল ও দূর্ঘটনা রোধকল্পে ও সড়কের আইনকানুন, নির্দেশনা, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্র ছাত্রীদের নিয়ে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩রা ফেব্রুয়ারী) দুপুর ২:০০ ঘটিকায় তামাবিল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় আশার আলো একাডেমির ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে মুল বক্তব্য উপস্থাপন করেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই মো ইউনুছ আলি।এ সময় সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারের সময় কোনক্রমেই মোবাইল ফোনে কথা না বলতে আহবান জানানো হয় ।এছাড়াও হাতদিয়ে ইশারা করে গাড়ী থামিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হওয়ার জন্য সচেতন করা হয়। তাছাড়া দৌড়ে কখনোও রাস্তা পার না হয়ে শান্ত ভাবে দুইদিক অনুসরণ করে রাস্তা পারাপারের কথা বলা হয়েছে।এ ছাড়াও পার্কিং করা গাড়ীর সামনে কিংবা রাস্তা কখনোই পার না হতে বলা হয়েছে। সেই সাথে সরকারি দায়িত্ব পালনে সর্বদা পুলিশকে সহায়তা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার,গভর্নিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সহ তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সদস্যবৃন্দ,অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রী সহ অন্যান্যরা।
মন্তব্য