সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে মহিলার আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি মিজানুর রহমান মিজান। গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা কারী মহিলার বোন মমতাজ বেগম বাদি হয়ে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। তবে মামলার আসামী সম্পর্কে কিছুই বলেননি ওসি। ফলে আত্মহত্যার ঘটনার ন্যায় বিচার নিয়ে সন্দিহান পরিবার। কারণ আত্মহত্যার ঘটনা বেশিরভাগ ধামাচাপা পড়ে থাকে।ওসি মিজানুর রহমান মিজানের কাছে আত্মহত্যার আগে লিখা চিরকুট ও মামলার বিষয়ে জানতে চাইলে তিনি সাব জানিয়ে দেন তদন্তের আগে কিছুই বলা যাবে না। মামলার আসামী কয়জন ও বাদীর নাম জানতে চাইলে অপারগতা প্রকাশ করে শুধু বাদী মমতাজের নাম বলেন।জানা গেছে, গত বৃহস্পতিবার দিনরাত মরদেহ থানায় থাকে। পরদিন শুক্রবার সকালের দিকে ময়না তদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়। তবে আত্মহত্যা কারী তালাকপ্রাপ্ত মারুফার আগের স্বামী সুজন সহ কয়েকজন কে আসামী করে মামলা হয়।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে বাড়ির কাজ শেষ করে নিজঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারুফা (৩০) নামের মহিলা।
মন্তব্য