সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া যুব র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক লিয়াকত সালমান।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মলিউজ্জামান সজিব, উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, ইউডিএফ মফিজুল ইসলাম মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।’প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য