১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত,আহত-৪ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কিশোরগঞ্জে স্বাস্থ্য-পুষ্টি ও ওয়াশ বিষয়ক ২দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান  সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৫ হাজার টাকার জরিমানা সাংবাদিকদের কাছে কাজের যৌক্তিক সমালোচনা আশা করলেন চসিক মেয়র ডাঃ শাহাদত সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করতে হবে সুন্দরবনে জ্বালানি রুপান্তর ক্যাম্পেইনে বক্তারা রাজশাহী জেলায় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়াতে জামায়াতের সুধী সমাবেশ ও কর্মীসভা। বানেশ্বর ট্রাফিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী জেলা ট্রাফিক পুলিশের অভিযান এডভোকেট ওসমান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এলাকাবাসীর
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • তওহীদি-জনতার বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
  • তওহীদি-জনতার বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    <img <img

    আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি।

    জানা যায়, আজ বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা।’স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।’

    শো রুম উদ্বোধন অনুষ্ঠানে আসা এক অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে শুনেছিলাম। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেনি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এসময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানান তিনি।ঘটনাটিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে এ ব্যবসায়ী বলেন, ‘এটা তো বুঝলাম না। এখানে কী অসুবিধা! শো-রুম উদ্বোধনে আসছে তো অসুবিধাটা কোথায়? আমি সাবেক সাধারণ সম্পাদক। দায়িত্ব ছেড়ে দিয়েছি এক বছর হয়ে গেছে। তাই পুরো ঘটনাটা জানা নেই।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুর বলেন, ‘আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ।’ বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি বলে জানা তিনি।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page