সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেন।৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টায় প্রেসক্লাব হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বলেন, সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শব্দ চয়ন করা। নিউজে শব্দ চয়নের উপর নজর রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।জৈন্তাপুর উপজেলার আত্মমর্যাদা-সম্মান অক্ষুন্ন রেখে স্থানীয় সাংবাদিকদের সঠিক তথ্য নির্ভর ও সত্য নিউজ প্রকাশ করা প্রয়োজন।তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বহিরাগত গোষ্ঠী জৈন্তাপুরে কর্মরত সাংবাদিক, প্রশাসন সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আমাদের-কে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন।তিনি এখানে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের বহিরাগত গোষ্ঠী থেকে সজাগ ও সতর্কতার পাশাপাশি সবাই-কে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।এ সময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মো: মঈনুল মুরছালীন রুহেল, সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্লাবের নিবার্হী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ, এশিয়ান টেলিভিশের প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, অনলাইন মিডিয়া কর্মী তোফায়েল আহমদ, দৈনিক ভোরের আকাশ ও ঢাকা টাইমস পত্রিকা জৈন্তাপুর প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম, বিলালুর রহমান, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি মো: আব্দুল্লাহ, শুয়াইবুর রহমান, ফটোগ্রাফার হোসেন মিয়া ও মুরাদ হাসান।
মন্তব্য