সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সম্প্রতির বন্ধনে জৈন্তাপুর প্রবাসীগ্রুপ। আর্ত মানবতার সেবায়, হতদরিদ্র মানুষের কল্যানে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মত মানবকল্যান সেবায় নিয়োজিত জৈন্তাপুর প্রবাসীগ্রুপের ১৯তম সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত হেলালী মার্কেট প্রাঙ্গণে উপজেলার ৩০জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগত অর্থ তুলে দেয়া হয়।জৈন্তাপুর প্রবাসীগ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক ও সৌদি প্রবাসী গ্রুপের উপদেষ্টা তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী ইমরান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, প্রবাসীরা এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সারা দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের তুলনায় জৈন্তাপুর প্রবাসীগ্রুপের কার্যক্রম কিছুটা ভিন্ন ও প্রশংসনীয়।সারা বছর হাঁড়ভাঙা খাটুনি শেষে পরিবার পরিজনদের চাহিদা মিটিয়ে মানবকল্যাণে বাড়তি কিছু টাকা দান করে জৈন্তাপুরের প্রবাসীরা অনন্য নজির স্হাপন করে যাচ্ছে। তিনি জৈন্তামায়ের সকল প্রবাসী ভাইদের জন্য জৈন্তাপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।উল্লেখ্য জৈন্তাপুর প্রবাসীগ্রুপ এর পূর্বে আঠারোবার উপজেলার সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত হতদরিদ্র মানুষের নিকট আর্থিক সহায়তা প্রদান করেছে। এ পর্যন্ত গ্রুপের সহায়তার পরিমাণ ১ কোটি ৭ লক্ষ টাকার বেশী বলে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তোফায়েল আহমেদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের কোষাধক্ষ্য মুজম্মিল আলি হেলালী, সৌদি প্রবাসী হাজী মাসুক আহমেদ, কাতার গ্রুপের সভাপতি সোলেমান আজিজ, সৌদি প্রবাসী লোকমান হোসেন, সৌদি প্রবাসী ইফতেখার সোহেল, আমিরাত প্রবাসী রহিমুর রহমান আযম, বাহরাইন প্রবাসী মো শাহজাহান, কুয়েত প্রবাসী মো এনামুল হক ও কাতার প্রবাসী মো কবিরুল ইসলাম। এ সময় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী লোকমান হোসেনকে প্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য