সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
জৈন্তাপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বেলা এগারো ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কুল,মাদ্রাসা ও কারিগরী ক্রিড়া সমিতি জৈন্তাপুর আয়োজিত এ সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮,২০ ও ২১শে জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন,জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন বিশ্বাস, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আবদুল লতিব জুলেখা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অন্জলি রানী নাথ, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদার, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধাম শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী, খাজারমোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
মন্তব্য