সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৫০ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ডিআই পিকআপ সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ২রা আগষ্ট ভোর ৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বস্তা চিনি সহ একটি ডিআই পিকআপ সহ শামীম আহমেদ (২২) নামক এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। শামীম আহমেদ উপজেলার লামা শ্যামপুর গ্রামের মো হোসন আলি ও ফাতেমা বেগমের পুত্র।এবিষয়ে ৫০ বস্তা চিনি সহ শামীম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি জানা জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক বিরোধী ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা মামলা নং ০২ তাং ০২/০৮/২০২৩ রুজু করা হয় এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য