সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
জৈন্তাপুরে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত আসামিদের নাম মোহাম্মদ আলি (৪০)। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত চাল্লাইন গ্রামের মৃত ইউসুফ আলির পুত্র। অপর আসামি ময়নুল আহমেদ (৩৫)। সে একই ইউনিয়নের করগ্রামের ছয়ফুল ইসলামের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, ৭ ই ফেব্রুয়ারী ( বুধবার) রাত ১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আবদুল লতিব, হাফিজুর রহমান, এএসআই দীপক চন্দ্র সূত্রধর ও মুক্তার হোসেন যৌথভাবে দরবস্ত এলাকায় অভিযান চালান।এ সময় দরবস্ত পূর্ব বাজারস্হ দক্ষিণ গলির কুটি মিয়ার ভাড়াটিয়া বাসার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে ১৯০পিছ ইয়াবা সহ তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামিদের নিকট হতে ইয়াবা বিক্রির নগত ১৮হাজার টাকা সহ একটি মোবাইল ফোন উদ্ধারের কথা জানায় পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) ইয়াবা সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে পুলিশ পাহারায় তাদের বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য