সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>
আগামী ৯ ই জুলাই সিলেট বিভাগের জেলা ও মহানগরে ” তারুণ্যের জয়যাত্রা” সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭/৭/২০২৩ ইং শুক্রবার বিকেল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরু মিয়া। এছাড়াও প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে প্রস্তুতি সভায় কেন্দ্রীয় ও সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন।এর আগে গত ৪ঠা জুলাই কেন্দ্রীয় যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের আগামী ৯ ই জুলাই ২৩ ইং সিলেট বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে ” তারুণ্যর জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও থানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহনের আহবান জানানো হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ রেজাউল কবিরকে সম্বনয়ক করে এবং জৈন্তাপুর উপজেলার প্রস্তুতি সভার দায়িত্ব অর্পণ করা হয় কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম নূরু মিয়াকে এবং প্রতিটি উপজেলায় সার্বিক সহোযোগিতায় রয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ।এদিকে আগামীকালের প্রস্তুতি সভাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির সকল সদস্য ও কর্মীবৃন্দদের বিকেল ৫ ঘটিকার আগেই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সভায় অংশগ্রহণ ও সফল করার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান।
মন্তব্য