সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
জৈন্তাপুরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি প্রকল্পের আওতায় স্হাপিত ভুট্টা চাষ বিষয়ে স্হানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বিকেল ৩ঘটিকায় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডৌডিক এলাকায় ব্লক নিজপাট -১ এ এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তারের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মো সাহাবউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মতিউজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক ( উদ্যান) মিজ তামান্না নাহার।মাঠ দিবসে স্হানীয় কৃষকদের উপস্থিতিতে অতিথিবৃন্দ উপজেলার পতিত জমি এবং আমন ফসল কেটে সেই জমিতে পুনরায় মৌসুমের ২য় ফসল, উচ্চ ফলনশীল সেই সাথে উচ্চ বাজারমূল্য ও স্বপ্ল সেচে চাষযোগ্য ফসল ভুট্টার আবাদ নিয়ে আলোচনা করা হয়।সভায় চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় প্রথমবারের মত চাষকৃত পাঁচ বিঘা জমিতে ভুট্টার প্রদর্শনী প্রাপ্ত কৃষক ও স্হানীয় অন্যান্য ফসল আবাদকৃত কৃষকদের ভুট্টা চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও পরামর্শ প্রদান করা হয়।এ সময় মাঠ দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, ভুট্টা প্রদর্শনীর কৃষক আব্দুল জব্বার, সামসউদ্দিন, শিপন আহমেদ, শহীদ আলি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্হানীয় কৃষক কৃষাণী সহ অন্যান্যরা।
মন্তব্য