২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খেলাধুলা >> দেশজুড়ে >> ফুটবল >> বিনোদন >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে বঙ্গবন্ধু – বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ট্রুর্ণামেন্টের উদ্ধোধন।
  • জৈন্তাপুরে বঙ্গবন্ধু – বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ট্রুর্ণামেন্টের উদ্ধোধন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

    সিলেটের জৈন্তাপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ট্রুর্ণামেন্টে ২০২৩ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ( রবিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে এই ট্রুর্ণামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্রুর্ণামেন্ট দেশের ফুটবল অঙ্গনে কৃতি ফুটবলার তৈরীর এক যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলা ছেলে মেয়েদের খেলায় জাতীয়ভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমি আশা করবো সফল ও সুন্দরভাবে উক্তো ট্রুর্ণামেন্টের ফাইনালের মাধ্যমে সুসম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ,জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ , জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, চিকনাগোল ইউনিয়ন আ,লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী,৯ নং ওয়ার্ড ইউ পি সদস্য শরীফুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক,চিকনাগোল স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আহমদ,আসামপাড়া স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ মিয়া,যাত্রাগুল স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কটনরাম দাস,বাউরভাগ স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম রুজি,উত্তর বাউরভাগ স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন দেব,সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, ভিত্রিখেল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো জাকারিয়া,চিকনাগোল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দেব,উপজেলা শিক্ষা অফিস সহকারী শিশাকর কুমার ঘোষ,ঘিলাতৈল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু পাল,ডুলটিরপাড় স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদদীন, শুকাইনপুর স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হাসান,বনপারা খেড়িগোল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমেদ, ব্রিগেডিয়ার মজুমদার স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ,দিগারাইল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সহ ট্রুর্ণামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কলাকুশলীবৃন্দ।ট্রুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।আগামী ১লা আগষ্ট মঙ্গলবার ট্রুর্ণামেন্টের ফাইনাল খেলা একই মাঠে সম্পন্ন হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page