সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের জৈন্তাপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ট্রুর্ণামেন্টে ২০২৩ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ( রবিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে এই ট্রুর্ণামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্রুর্ণামেন্ট দেশের ফুটবল অঙ্গনে কৃতি ফুটবলার তৈরীর এক যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলা ছেলে মেয়েদের খেলায় জাতীয়ভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমি আশা করবো সফল ও সুন্দরভাবে উক্তো ট্রুর্ণামেন্টের ফাইনালের মাধ্যমে সুসম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ,জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ , জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, চিকনাগোল ইউনিয়ন আ,লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী,৯ নং ওয়ার্ড ইউ পি সদস্য শরীফুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক,চিকনাগোল স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আহমদ,আসামপাড়া স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ মিয়া,যাত্রাগুল স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কটনরাম দাস,বাউরভাগ স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম রুজি,উত্তর বাউরভাগ স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন দেব,সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, ভিত্রিখেল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো জাকারিয়া,চিকনাগোল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দেব,উপজেলা শিক্ষা অফিস সহকারী শিশাকর কুমার ঘোষ,ঘিলাতৈল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু পাল,ডুলটিরপাড় স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদদীন, শুকাইনপুর স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল হাসান,বনপারা খেড়িগোল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমেদ, ব্রিগেডিয়ার মজুমদার স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ,দিগারাইল স প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সহ ট্রুর্ণামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কলাকুশলীবৃন্দ।ট্রুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।আগামী ১লা আগষ্ট মঙ্গলবার ট্রুর্ণামেন্টের ফাইনাল খেলা একই মাঠে সম্পন্ন হবে।
মন্তব্য