সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মো আলমাছ মিয়া(৪৪)। সে উপজেলার পশ্চিম ভিত্রিখেল গ্রামের ইসরাক আলির ছেলে। পুলিশ জানায় এর আগেও তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ই জানুয়ারি) সন্ধ্যা ছয় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই দীপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দরবস্ত টু বনপাড়া রাস্তায় অভিযানে নামে পুলিশ।এ সময় চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত রামপ্রসাদ পশ্চিম যুব কল্যান সমিতির নিকট হতে আসমি আলমাছকে আটক করে পুলিশ। এ সময় আলমাছের সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলো ভারতীয় ব্লেন্ডার প্রাইড ও সিগনেচার ব্রান্ডের বলে জানায় পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিদেশি মদ সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পলাতক আসামি সহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য