সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গবাদিপশুর হাট পরিদর্শন করলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের উপ- সচিব মো মোজাম্মেল হক। গত ২৪শে জুন উপজেলার বিভিন্ন পশুরহাট তিনি পরিদর্শন করেন।এসময় ক্রেতা ও বিক্রেতা উভয়ের সাথে হাটের ব্যবস্হাপনা নিয়ে,পশুর সুস্থতা, সাবধনে পরিবহন, নিরাপদ স্হানে রাখা সহ কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামুলক দিকনির্দেশনা প্রদান করেন।এসময় প্রানী সম্পদ দপ্তরের পক্ষ থেকে গবাদিপশুর বৈজ্ঞানিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ,পশুরবর্জ্য ব্যবস্হাপনা ও চামড়া ছাড়ানোর পর লবন লাগানোর বিষয়ে গুরুত্বারপ করেণ।এসময় পশুরহাট থেকে সুস্হ পশু সনাক্তকরণ, পশুর চামড়া ছারানোতে বাড়তি সতর্কতা অবলম্বন সহ বর্জ্য ব্যবস্থাপনা করণীয় বিষয়ে যেমন নির্ধারিত স্হানে পশু জবাই,নির্দিষ্টস্হান ব্যতীত রক্ত না ছড়ানো,নির্ধারিত স্হানে বর্জ্য অপসারণ ও জীবানুনাশক ঔষধ ছিটানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেন।তিনি উপজেলার সকল ক্রেতা সাধারণের প্রানী সেবা নিশ্চিত করতে উপজেলা প্রানীসম্পদ অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে অনুরোধ জানান।এসময় উপজেলা প্রানীসম্পদ দপ্তরের সহযোগিতায় ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রচারণায় সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এরপর উপ- সচিব মহোদয় হাটের বিভিন্ন স্হান ঘুরে ঘুরে দেখেন এবং ইজারাদার, বাজার ব্যবস্হাপনা কমিটি ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ টিমের সাথে মতবিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রানীসম্পদ দপ্তরের পরিচালক মো মারুফ হাসান,জেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মুহাম্মদ আলমগীর কবির,জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আবদুল্লাহ আল মাসুদ, উপ সহকারী প্রানীসম্পদ অফিসার আবু জাহের ও মো মজিবর রহমান সহ এল,এস,পি মো আতিক রহমান সহ অন্যান্যরা।
মন্তব্য