আরিফা আক্তার
জাগো তরুণ তরুণীরা
জাগো ছাত্রদল,
বিক্ষোভ মিছিলে নামতে হবে
মনে আনো শক্তি বল।
স্বাধীন দেশের মানুষ হয়ে
যদি করোনা প্রতিবাদ,
ঘুমন্ত বিবেককে জাগ্রত করো
যেনো না শুনো অপবাদ।
আর থেকো না ঘুমিয়ে তোমরা
জেগে ওঠেো এবার,
বিক্ষোভ মিছিলে আজ
চারিদিকে হাহাকার।
ন্যায্য দাবী আদায় করতে
জীবন দিয়ে লড়ো,
লড়তে যদি না পারো তুমি
তাদের উৎসাহিত করো।
একাত্তরের যুদ্ধে নাকি
হয়েছিল স্বাধীন এ দেশ,
আসলে কি এটাই মোদের
স্বাধীন বাংলাদেশ।
মন্তব্য