আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
দেওয়ানগঞ্জ টু জামালপুর মহাসড়ক আজম চত্ত্বর সংলগ্ন বাগে আবেদ মোড়ে আজ ১৪.০১.২০২৪ তারিখে সকাল ৬.১৫ মিনিটে একটি দূর্ঘটনা ঘটে।দেওয়ানগঞ্জ থেকে আসার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিকশায় ধাক্কা দেয়।এলাকাবাসী জানায়,অতিরিক্ত কুয়াশার জন্ন্য ঘটনাটি ঘটে।গাড়ির ভেতরে থাকা ড্রাইভার ও কারও কোনো ক্ষয়খতি হয়নি তবে সড়কের পাশে হাটতে থাকা এক পথচারী মহিলা আহত হয়।এলাকাবাসীর সহয়তায় আহত মহিলাকে সদর হাসপাতালে নেওয়া হয়।











মন্তব্য