চর রাজিীবপুর উপজেলা(কুড়িগ্রাম)প্রতিনিধি >>> দেশীয় জাত আধুনিক প্রযুক্তি,প্রাণীসম্পদে হবে উন্নতি এই স্লোগানে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চর রাজীবপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার সরকার এর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর সহযোগিতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে আজ বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময়ে উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্ভোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা নারী ও পুরুষ সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উৎপাদন করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে যেমন বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না অন্যদিকে দেশ অর্থনৈতিক ভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে।উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সায়েকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চর রাজীবপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চর রাজীবপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ,উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব মিজানুর রহমান লিমন, রাজীবপুর ডেইরি ফার্ম সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আরো অনেকেই।











মন্তব্য