মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
যদি সবাই হয় প্রকৃতির সন্তান
তবে কে হিন্দু আর কে মুসলমান
কে বৌদ্ধ আর কে বা খ্রিস্টান
জগতে সবাই থাকবো মিলেমিশে
কেউ দ্বন্দ্ব বিভেদ করবো না সৃষ্টি।
মানুষে মানুষে পৃথিবীর বুকে ঐক্য গড়ি
দৃষ্টিতে প্রতিষ্ঠিত করি মানবাধিকার
বয়ে আসুক সামাজিক সম্প্রীতির কল্যান
সকল হিংসা বিভেদে মুছে যাক সব গ্লানি।
একে অপরের সহায়ক-শক্তি পাবো মুক্তি
নিজকে পরিবর্তন করতে চর্চা শুরু করি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক
মানিয়ে নেয়ার মানসিকতায় সকল প্রান।
এগিয়ে যাবো সবাই অসাম্প্রদায়িকতায়
সম্মান মর্যাদা শ্রদ্ধা সততা বিশ্বাস নিঃশ্বাস ভালোবাসা নিরাপত্তায় ভাতৃত্বের বন্ধনে
জাগ্রত করতে হবে বিবেকের দুয়ার।
মন্তব্য