কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
ফিলিস্তিনে চাঁদ উঁকি দেয়
হাসছে খুশির তাঁরা,
আকাশ বাতাস হাঁকছে বিজয়
খুশির আমেজ সারা।
মুক্তিকামী আমজনতার
রক্ত ঢেউয়ের স্রোত,
পা গুটিয়ে আমেরিকা
ধ্বংস পথে ইহুদ।
মা হারানো বাপ হারানো
অবুঝ শিশু হত,
অকাতরে প্রাণ বলিদান
হিসাব নেই তার কত।
বাড়ি ভিটা মাটির কোলে
জ্বলছে আগুন দাউ,
কাঁপছে ভূতল আকাশ গিরি
দেখতে গাজায় যাও।
পশুর কবল তেল হাবিবে
হায়েনা পশু শত,
ঠিক অনুমান পাইনা ওরা
কোন্ মানুষের মত।
নরক ডাকে ইহুদীজাত
ফিলিস্তিনের গাজায়,
কালো ব্যাগে শুইয়ে হামাস
মরন যাত্রা সাজাই।
গোলকধাঁধায় ইসরায়েলীরা
হামাস ফাঁদে কঠিন,
নরপিশাচ সব মরছে ইহুদ
ফিলিস্তিনি জয় স্বাধীন।











মন্তব্য