মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। বর্তমান সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। এ দেশের যুব সমাজ ভোটার হওয়ার পর, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত।”শামা ওবায়েদ বলেন “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছে। কারন, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দেশের প্রতিটি সেক্টরের সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে, দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, শুক্রবার (২১ মার্চ) বিকালে, ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে, নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধান মন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে।”তিনি আরো বলেন, “বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে, বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয় করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে। আমাদের মা বোনেরা তাদের ছেলে মেয়ে নিয়ে যাতে তিন বেলা ভালো মন্দ খেতে পারে, এর জন্য প্রান্তিক জনগোষ্ঠির জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি।” মহান মুক্তিযুদ্ধের অন্যতম সাংগঠক বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার বিকাল তিনটায় উপজেলা বিএনপির আয়োজনে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওবায়েদ কন্যা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈদ মুদারেস আলী ঈশা,সিনিয়র আহবায়ক আফজাল হোসেন পলাশ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল,জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ,যুগ্ম আহবায়ক আবুল হোসেন টিটু,সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ- সভাপতি মাহাবুব আলী মিয়া,সহ সভাপতি আলিমুজ্জামান সেলু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,বিএনপি নেতা তৈয়াবুর রহমান তৈয়ব, হেলাল উদ্দিন হেলাল,ছাত্র নেতা রবিউল ইসলাম লিখন,ছাত্র নেতা সুজন প্রমুখ। এর আগে সকাল ১০ টায় মরহুম কে এম ওবায়দুর রহমান এর নিজ বাড়ি উপজেলার লস্করদিয়া গ্রামে তার কবরে ফুল দিয়ে কবর জিয়ারত কোরআন খতম ও দোয়া কামনায় মোনাজাত শেষ হয়।
ছবি সংযুক্তঃ
মন্তব্য