ফজলুল করিম নাহিদ>>>মানুষ সামাজিক জীব,সমাজ বদ্ধ হয়েই মানুষকে বাঁচতে হয়।একে উপরের পাশে দাড়ানো মাঝেই মূনুস্বত্ব প্রকাশ পায়।সমাজের আচার বিচার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাই প্রয়োজন হয় নেতৃত্বে।তারই ধারাবাহিকতা গঠন করা হয়েছে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫নং সমাজ কমিটি।গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার পদত্যাগের পর সারা বাংলাদেশের প্রতিটি সমাজ নেতৃত্বহীন হযে পড়ে। যার ফলে অপরাধীরা আরো বেশি অপকর্মে লিপ্ত হতে থাকে।এজন্যই প্রয়োজনের তাগিদে ঘোষানা করা হয় ৫নং সামাজ কমিটির।জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫নং সমাজের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব,সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন।উক্ত আলোচনা সভা সকল অতিথিদের বক্তব্য শেষে চট্টগ্রাম ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সমাজ কল্যান সম্পাদক ৩৮ সদস্য বিশিষ্ট ৫নং সমাজ কমিটি ঘোষণা করেন।
মন্তব্য