মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর>>>
হরকে রকম ফুল গাছে ফুল ফুটেছে থোকা
জীবন রঙে রং ধরেছে রক্ত ফোটা ফোটা
তোমার ছেলে শহীদ হয়েছে সে নয় বোকা
মায়ের পাঁজর শূন্য করে চলে গেছে খোকা।
সেই তুমি হারিয়ে গেলে আর ফেরোনি ঘরে।
আজও মায়ের দুচোখ ভরে অশ্রু ঝড়ে পড়ে
মাগো তুমি কেমন করে থাকো স্মৃতি ভুলে
সন্তান হারা শোক জানতে চায় বহু লোকে।
তুমি তোমার ছেলে হারিয়ে মাগো কি পেলে
যে বলে লক্ষ্য ছেলে আছে তোমার পাশে
বিপদের দিনে তাদের তুমি পেয়েছো কাছে
তুমি একজন গবিত মা এই পৃথিবীর বুকে।
ছেলে তোমার শহীদ হলো এটা রাখো মনে
কেউ মুল্য দিক বা নাদিক প্রকৃতি মুল্য দিবে
হাজার লোকের ভিড়ে হারিয়ে গেলো ছেলে
শহীদ ছেলেকে স্মরণ করবে যুগ যুগান্তরে।
স্রষ্টার সৃষ্টি হিন্দু-মুসলিম শহীদ বলে ডাকে
এর চেয়ে কি আর চাও এই সমাজের কাছে পিতা মাতার যোগ্য সন্তান আবু সাঈদ বেশ
ছেলের রক্তের বিনিময়ে সংস্কার হচ্ছে দেশ।
মন্তব্য