মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় গাইদঘাট স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। ম্যাচে বিজয়ের লক্ষে মুখোমুখি হয় বটতোলা ফুটবল একাদশ বনাম দীননাথপুর জুনিয়র ফুটবল একাদশ । দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বটতোলা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশ।দীননাথ পুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীননাথ পুর আওয়ামী লীগের সভাপতি জনাব মনির হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বিশ্বজিৎ কুমার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জনাব মোঃ বাবুল আক্তার।খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের অধিনায়ক ইমন। সেরা কিপারের পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের একাদশের হাসান । সেরা গোলের পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের ফরওয়ার্ড শফিকুল ইসলাম । এছাড়াও একটি গোল করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের আঃ হালিম। এবং বটতোলা ফুটবল একাদশের হয়ে একটি গোল করেন বখতিয়ার উদ্দিন। দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের হয়ে মাঠে নামেন অধিনায়ক ইমন, শফিকুল, মাসরাফি, আঃ হালিম, হাসান, ইমন, শামিম, আলামিন, ইয়াসিন, সোহান, শরিফুল, আকাশ নাজমুল ও ছালামিন। সবশেষে দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ।জুনায়েদ আহমেদের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইমরুল কায়েশ, জামাল উদ্দিন, সাব্বির আহমেদ, আইনজীবী বেলাল হোসেন, রাজু আহমেদ, আশরাফুল ইসলাম, হামিদুল ইসলাম, সাংবাদিক সজিব সহ সকল সদস্যবৃন্দ। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জনাব রানু মিয়া। সহকারি রেফারি হিসেবে ছিলেন রাজু ও সাগর। ধারাভাষ্যে ছিলেন জনাব আঃ জলিল। পরিচালনায় ছিলেন আবির হাসান আরিফ, নুরগনি ও স্থানীয় যুবসমাজ।
মন্তব্য