মুকুল রাজ
যেদিকে তাকাই দেখি শুধু ভ্রান্তি
দেশে নাই এখন শান্তি।
চলছে শুধু হানাহানি,মারামারি,
আর কত মায়ের কোল হবে খালি!
একদিকে ছুটছে জনতা,
আর একদিকে প্রযোগ হচ্ছে ক্ষমতা!
যে পাচ্ছে ,মারছে ইট পাটকেল ঢিল,
দিনের পর দিন চলছে মিছিল!
এভাবে চললে কত পরিবার হবে যে নিঃস্ব,
অবাক পানে দেখছে আজ বিশ্ব।
এটা কি সেই স্বাধীন বাংলাদেশ?
নাকি মাস্তান-মাফিয়াদের দেশ!
মন্তব্য