মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি>>>
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ মো: আনোয়ার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ ৮ জুলাই শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে চন্দনাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি থেকে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, একটি কার্তুজ, তিনটি বন্দুকের বাট বিহীন নল তিনটি ছাপাতি, পাঁচটি ছোট ও বড় ছুরি, একটি ধামা সহ মোহাম্মদ আনোয়ার (২৬), পিতা-অলি আহম্মদ -পূর্ব হাতিয়া খোলা ( ঘিলাতলি), ৯নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে আটক করা হয়। এই বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন আটকৃত আসামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য