নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যা করে ১১ টুকরা করে পালিয়েছে স্বামী সুমন।বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটি থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।নিহত ফাতেমা বেগমের বাড়ি নোয়াখালী। তার স্বামী সুমনের বাড়ি কুমিল্লায়। সুমন পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি বাসা থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। স্থানীয়রা গতকাল রাতে নিহত গৃহবধূর স্বামীকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। রুমের জানালার গ্রিল কেটে সেখান থেকে সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে পাঠানো হয়েছে।
মন্তব্য