এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম>>> উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র নিবেদিত প্রাণ একরামুল বিপ্লব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অতি অল্প বয়সে দুনিয়ার সকল সুন্দরতম: মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যাবেন তিনি তা কল্পনার ও বাইরে।তথাপি,আল্লাহ রহমানুর রাহিম এর ওপর তো কারো হাত নেই তিনি-ই সব ক্ষমতার সর্বোচ্চ অধিকারী।মরহুম একরামুল হক বিপ্লব বারইয়ারহাট কলেজে ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।এর পর ছাত্রদলের কলেজ শাখা থেকে ইউনিয়ন।তার উপজেলার নের্তৃত্ব।নের্তৃত্বের যোগ্যতা ও গুনাবলীর সুবাদে পরবর্তীতে যুবদলের নের্তৃত্বের আসন ও অলংকৃত করে নিতে সক্ষম হয় তিনি।আর তার- ই ধারাবাহিকতায় উঠে আসেন বিএনপি’র রাজনৈতিক নের্তৃত্বে।জীবদ্দশায় তিনি চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই উপজেলা ছাত্রদল এবং যুবদলের নের্তৃত্বে দিয়ে রাজনৈতিক সহযোদ্ধা ভাই/বন্ধুদের অতি আপনজন হয়ে উঠেছিলেন একরামুল হক বিপ্লব।শেষোতক তিনি মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেন।দীর্ঘ বেশ কয়েক দিন তিনি শারীরিক ভাবে অসুস্থ্যাবস্থায় চট্টগ্রাম সিএসসি আর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ইন্তেকাল করেছেন।উল্লেখ্য,একরামুল হক বিপ্লব মীরসরাই উপজেলা বা চট্টগ্রাম জেলার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী-ই নয় কেন্দ্রীয় নের্তৃবৃন্দের মধ্যে অনেকের কাছে অধিক পরিচিত বিএনপি নেতা মরহুম আবুল কালাম এর সু’যোগ্য সন্তান ছিলেন মরহুম একরামুল হক বিপ্লব।বুধবার (১১ ডিসেম্বর) বাদ জোহর নিজ গ্রামের ১ নং করেরহাট ইউনিয়নের পারিবারিক কবরস্থান (করেরহাট বাজার থেকে সামান্য উত্তরে) এ নামাজে জানাজা তাকে দাফনের কথা রয়েছে।
মন্তব্য