মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
কোরবানি করতে না পেরেও
মুখে থাকে বেশ হাসি,
মনের মাঝে ফুর্তির জোয়ার
তবু মনে আছে খুশি।
সকলের সাথে ই কাঁধে কাঁধ
মিলিয়ে পড়ে নামাজ,
ধনীর মতো নেই যেন সবার
নিত্য দিনে নতুন সাজ।
তবু ও আনন্দ ফূর্তি উল্লাসে
মুখ ভরিয়ে যে হাসে,
পরিবারের সাথে”ই আনন্দে
ঈদকে ভালোবাসে।











মন্তব্য