স্টাফ রিপোর্টার>>> গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।বুধবার (১৪ আগস্ট) দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করে।কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।বক্তৃতা করেন বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান,মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপি বায়তুন নুর জামে মসজিদের সামনে,খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্ত্বরে,দৌলতপুর থানা বিএনপি শহীদ মিনার চত্ত্বরে ও খানজাহান আলী থানা বিএনপি ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করেছে।
মন্তব্য