সিলেট ব্যুরো >>>হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের ছাত্রদের একাংশের উদ্যোগে কোটা সংস্কার ইস্যুতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের ছাত্র/ছাত্রীরা ঢাকা সিলেট মহাসড়কে মিছিল বের করে। এসময় পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এ আন্দোলনে শরিক হয়।লক্ষ্য করা গেছে বিজয়নগন উপজেলা থেকে আগত কিছু জামাত শিবিরের সমর্থক চলমান আন্দোলনে তাদের নিজেদেরকে ছাত্রলীগের কর্মী সমর্থক হিসাবে দাবি করে বক্তব্য রাখে।এ সময় উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ছাত্রদের শান্ত রাখতে আপ্রান চেষ্টা করেন।মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদের উপস্থিতিতে অসি তদন্ত আতিকুল ইসলাম, ডি এস বি অফিসার সাহিদুর রহমান, সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোন প্রকারের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ছাড়াই মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ থেকে মিছিল নিয়ে ছাত্ররা মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে অবস্থান নেয়।এ সময় ছাত্রছাত্রীরা বিভিন্ন পোস্টার পেস্টুনে রকমারি শ্লোগান লিখে ধারন করে, শ্লোগানে শ্লোগানে উপজেলা চত্বর মুখরিত করে। তবে উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীদের কোন তৎপরতা দেখা যায় নি।উল্লেখ্য কোটা সংস্কার ইস্যুতে গত কয়েকদিন ধরে সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলো তে চলমান আন্দোলনের সুত্র ধরে এ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য