আরিফা আক্তার
যে দিকেই যাই সে দিকেই শুনি
কোটার দখলে আছে এ দেশ,
এভাবে যদি চলতে থাকে
মেধাবীরা হবে শেষ।
কোটার পরে যা থাকে ভাই
সেটাও টাকার দখলে,
মেধাবীরা কি করিবে
ভাবছে বসে সকলে।
গরিব ঘরের মেধাবীদের
নেইতো বিশাল টাকা,
তাই বলে কি তারা কখনো
পাবেনা চাকরির দেখা।
কোটা প্রথা আছে বলেই
দেশের মানুষ অন্ধ,
করতে চাই চিরতরে
এই প্রথা বন্ধ।
কোটা প্রথা বিলুপ্ত হোক
দাবি মোদের একটাই,
যোগ্যতা আর মেধা দিয়ে
সোনার বাংলা সাজাই।
মন্তব্য