কুড়িগ্রাম প্রতিনিধি
শিক্ষকরা এই সমাজের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষকরা আছে বলে আজকের এই সমাজ এত অলংকৃত ও গর্বিত। শিক্ষকদের প্রতিটি ক্ষেএে মর্যাদা ও সম্মান অনেক বেশি হওয়া উচিত। বিশ্বের ইতিহাসে সব রাষ্ট্রে ও সমাজে শিক্ষকরা সম্মানের পাত্র
।সারা বিশ্বব্যাপী গত ৫ অক্টোবর এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে দিবসটিকে যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন আয়োজন করা হয়।এদিক থেকে আজ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতক শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বিশ্ব শিক্ষক দিবস পালন করে।সারাদিন খোঁজ নিয়ে দেখা যায় কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা, মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, কালেক্টর স্কুল এন্ড কলেজ,কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুল, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ, ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়,নাগেশ্বরী সরকারি কলেজ, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা, রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজ , উলিপুর সরকারি কলেজ, চিলমারী সরকারি কলেজ,রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়, রাজিবপুর সরকারি কলেজ, ফুলবাড়ী সরকারি কলেজ, ভুরুঙ্গামারীর সোনারহাট মহাবিদ্যালয়, কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়,রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়, মোক্তার কুটি সজিরন দ্বিমুখী দাখিল মাদ্রাসা, পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় , মধ্য কুমরপুর স্কুল এন্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি যথাযথভাবে পালন করা হয়।আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাসিন্দা মো: আরমান সরকার কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনের সাথে কথা হলে জানান বর্তমান সমাজে শিক্ষকদের সম্মান সবার উপর হওয়া উচিত। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের আলোচনা সভায় বলেন প্রত্যেকটি শিক্ষকদের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মত করে শিক্ষা দিয়ে ভবিষ্যৎ জাতির জন্য সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা।ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃমিজানুর রহমান বুলবুলের সাথে কথা হলে জানান শিক্ষকদের সরকারি সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করে সমাজকে অলংকৃত করতে হবে।
মন্তব্য