কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
কুকুরের লেজ সদা
বাঁকা হয়ে রয়,
তেল যতই মাখো তুমি
সোজা নাহি হয়।
ভালো ভালো খাদ্য খেয়ে
গু তারা খায়,
অকারনে একে ওকে
শুধু কামড়ায়।
এদেশের কিছু লোক
সুদ ঘুষ খায়,
জনগণের টাকা মেরে
বিদেশে পাঠায়।
অবৈধ টাকার জোরে
ওরা নেতা হয়,
জনগণের পক্ষে ওরা
কথা নাহি কয়।
জনগণ বলির পাঠা
কথা বলে না,
স্বাধীনতা এরই নাম
হায়রে ছলনা।











মন্তব্য