আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> ১৯৭১সালের মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান বিজয় দিবসে নীলফামারীর কিশোরগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর ঢল নামে।সোমবার(১৬ই ডিসেম্বর)সকালে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে এক বিশাল বহরের বিজয় মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে মিলিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিমন,যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আব্দুস সালাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান,সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল,মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকসানা হক সাথীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী প্রমুখ।
মন্তব্য