আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে মায়ের দেওয়া টাকা কেনাকাটা না করায় বোনের বকুনিতে অভিমান করে আপেল মাহমুদ (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গত মঙ্গলবার দিনগত ভোর রাতে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা নানা আয়নাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর নীলফামারী সদরের চাপড়া ইউনিয়নের বরুয়া গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে। বুধবার (১৯ মার্চ)সকালে স্থানীয়রা জানায়, নিহত আপেল ও তার বোন আরসি বেগম নানার বাড়িতে থাকেন। তাদের মা আমিনা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঈদ উপলক্ষে তিনি দুই ভাই-বোনের ঈদের কেনাকাটার জন্য ৩ হাজার টাকা পাঠান। বোন আরসি বেগম তার ভাগের ১হাজার ৫শ টাকা কেনাকাটা করেন। তার ভাই কেনাকাটা না করে ভাগের ১হাজার ৫ শ টাকা নগদ বুঝে নেন। এ নিয়ে বোন আরসি তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে মঙ্গলবার ভোরে সেহরি খাওয়া শেষে সবার অজান্তে নানার শয়ন ঘরের আঁড়ের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য