কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত মেয়েকে অর্থাভাবে শহরের কলেজে ভর্তির অস্বীকৃতির কলহের জেরে আনোয়ার হোসেন (৪২)নামে এক দরিদ্র পিতা আত্মহত্যা করেছেন।তিনি পেশায় একজন স্বল্প আয়ের অটোরিকশা চালক ছিলেন।পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে শুক্রবার সকালে জেলার মর্গে পাঠিয়েছে।নিহত আনোয়ার হোসেন মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ি ডাঙ্গাপাড়া গ্রমের মৃত আব্দুল কাদেরের ছেলে।স্থানীয়রা জানান,জিপিএ-৫ প্রাপ্ত আনোয়ারের মেয়ে রংপুরের কলেজে ভর্তি হতে চায়।অর্থাভাবের কারণে মেয়েকে শহরের কলেজে ভর্তি করতে অস্বীকৃতি জানায়।এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় বৃহস্পতিবার বিকালে শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল জানান,এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
মন্তব্য