আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> “জ্ঞান-বিজ্ঞানে করব জয়,সেরা হবে বিশ্বময়” এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। এ দিন দুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ। উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।এসময় তিনি বলেন জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে হলে বিজ্ঞানের বিকল্প নেই। যা বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব। তাই এ মেলার আয়ােজন করে সবাইকে উৎসাহিত ও সচেতন করার লক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। যা আমাদের প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক। আর বিজ্ঞানের আদর্শে সমাজ ও দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে জ্ঞান-বিজ্ঞানে সব কিছু জয় করা সম্ভব হবে এবং সেরা হবে বিশ্বময় । সরেজমিনে দেখা যায় বর্ণিল আলোকসজ্জায় ২২টি ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়েছে প্রশাসনিক ভবনের বহিরাঙ্গন। ওই স্টল গুলোতে নিজেদের নানা আবিস্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কারের সুফল তুলে ধরেছে। এর পাশাপাশা বিভিন্ন সরকারি দপ্তর তাদের উদ্ভাবনীর সুফল তুলে ধরেছে। এসব নতুন নতুন বিজ্ঞানের আবিষ্কার দেখার জন্য শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গন মুখর হয়ে উঠছে।
মন্তব্য